বুধবার, ১৫ মে, ২০২৪
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

সড়কে ঝরল আট প্রাণ  

নিজস্ব প্রতিবেদক

সড়কে ঝরল আট প্রাণ  

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেল আরোহী, ময়মনসিংহের ভালুকায় দুই মোটরসাইকেল আরোহী, জয়পুরহাট আক্কেলপুরে এক তরুণ, মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল আরোহী, দিনাজপুরের ফুলবাড়ীতে একজন এবং নাটোরের গুরুদাসপুরে এক শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) ও ফরিদ মিয়ার ছেলে মো. মারুফ ওরফে ইমন (২১)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ বিশ্বাস জানান, দুপুরে  ঢাকা সিলেট মহাসড়কে বিজয়নগর থানাধীন শ্যামলীঘাট এলাকায় মোটর সাইকেলটি মাধবপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শিপন ও মো. মারুফ গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে ব্রহ্মণবাডিয়া সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে  দুইজনই মারা যায়। পুলিশ জানায় এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা যায়নি।

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত আরেকজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকার পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার মামারিশপুর গ্রামের হুমায়ুনের ছেলে দিলিপ (২৫) ও সমির উদ্দীনের ছেলে মানিক (৩০)। এ ঘটনায় আহত ব্যক্তি একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে এমরান (২৫)।

জানা যায়, ভরাডোবা পুলিশ লাইনের সামনে একটি বাস ইউটার্ন নেয়ার সময় ময়মনসিংহগামী মোটরসাইকেলটি বাসের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ছিটকে পরে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলিপ ও মানিককে মৃত ঘোষণা করেন এবং আহত এমরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। 

জয়পুরহাট: জয়পুরহাট আক্কেলপুর সড়কে ইট বোঝাই পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চাপায় মিঠুন হোসেন দয়াল নামে এক তরুণ হেলপার  নিহত হয়েছেন। এছাড়া ট্রলিটি খাদে পড়ে আহত হয়েছেন হাসান। শনিবার (২৯ এপ্রিল) উপজেলার কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন হোসেন দয়াল উপজেলার নওজোর গ্রামের বাবুর ছেলে। আহত হাসান নিহত মিঠুন হোসেনের  দয়ালের আপন ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক|

সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কের মেদুলিয়া ব্রিজ এর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের বিল্লাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। নিহত মাহিম হাসান মিয়ার ছোট ছেলে এবং একটি লেদার কারখানায় চাকরি করতেন বলে জানা যায়। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করার কথা চলছে।

ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, আবু তাহের (৬০) নামে এক ট্রাকের যাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় এক মহিলাসহ চারজন আহত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) ফুলবাড়ী-রংপুর মহাসড়কের  ভাগলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের বাসীন্দা বলে জানা গেছে।

আহতরা হলেন, ট্রাকে থাকা বিরামপুর উপজেলার বিসকিনি গ্রামের রেজওয়ান (৪২) রেজওয়ানের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৮) ও ট্রাকের চালক ও হেলপার। ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধার কর্মিসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফরিদা ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ঘটনায় আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলামেরর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহসহ ট্রাকের মালামাল নিয়ন্ত্রণে নেন।

গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে সড়কের পাশে খেলতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিমুল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) তার স্বজনরা শিশুটিকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইসরাত জাহান ইমন মৃত্যুর বিষয়টি জানান।

সকালে শিশুটি তার নানা ফয়েজ উদ্দিনের গ্রামের বাড়ি সিংড়া উপজেলার নাছিয়ার কান্দিতে খেলার সময় ভুলবশত পাশের পাকা রাস্তায় উঠে পরে। এসময় একটি অটোরিকশার নীচে পরে মারাত্মক আহত হয় শিশুটি।

পরে হাসপাতালে আনার পথেই শিশুটি মারা যায়। নিহত শিমুল গুরুদাসপুর উপজেলার কাছি কাটা এলাকার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া গ্রামের দিন মজুর শামীম হোসেনের ছেলে। গুরুদাসপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান বলেন, দুর্ঘটনার স্থানটি সিংড়া থানাধীন হওয়ায় গুরুদাসপুর থানায় কোন মামলা রুজু হয়নি। 

টিএইচ